× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন ভিন্ন রকম আজকের আবহাওয়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ মার্চ ২০২৫, ০২:০৪ এএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৫, ০২:০৫ এএম

ছবি: ন্যাশনাল ট্রিবিউন

অন্যদিনের চেয়ে আজকের আবহাওয়া একটু ভিন্ন রকম। সকাল থেকে দেশের কোথাও কোথাও সূর্যের দেখা মেলেনি। অনেকটা মৃদু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে পশ্চিমা লঘু চাপের কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মানবজমিনকে এমনটিই জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

অন্যদিনের চেয়ে আজকের আবহাওয়া একটু ব্যতিক্রম কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পশ্চিমা লঘু চাপের কারণে আজ আবহাওয়া একটু ব্যতিক্রম। এজন্য সারা দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টি আজ ও আগামীকাল পর্যন্ত থাকবে। তবে পরশু দিন কমতে পারে।’

সকাল থেকে রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। কিছুটা কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাত হয়নি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে ওই পূর্বাভাসে বলা হয়।

বিষয় : আবহাওয়া

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.