× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

"হয়তো আর যোগাযোগ হবে না’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ মার্চ ২০২৪, ০৬:০৬ এএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৪, ০৬:০৬ এএম

সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজে রয়েছেন ২৩ জন। এর মধ্যে কয়েকজনের নাম সামনে এসেছে, যাদের মধ্যে রয়েছেন সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টার পরে সোমালিয়ান জলদস্যুরা যখন বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ আটক করে তখন স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলেন তিনি। তৌফিকুল বলেন, ‘হয়তো আর যোগাযোগ হবে না’।

এ বিষয়ে তৌফিকুল ইসলামের স্ত্রী জোবায়দা নোমান বলেন, বিকেল ৫টার দিকে কথা হয়েছিল। তিনি ফোনে বলেছেন—‘দোয়া করো। আমাদের তো সোমালিয়ায় নিয়ে যাচ্ছে, হয়তো আর যোগাযোগ হবে না। কী হবে কিছুই তো জানি না।’

তিনি জানান, আমার মেজ ভাসুর এবং আমার ভাই দুজন চট্টগ্রাম গিয়েছেন। আমাদের দাবি একটাই, সবকিছুর বিনিময়ে হলেও ও আমাদের মাঝে ফিরে আসুক।

তৌফিকুল ইসলামের মা দিল আফরোজ বলেন, ‘ছেলের সঙ্গে কথা হয়েছে। বললো— ‘আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না।’ আমি বললাম, চিন্তাতো লাগেই, কী করব তোমরা বন্দি অবস্থায় আছো। টেনশন তো হয়ই। তুমি দোয়াটা পইড়ো, আল্লাহ দোয়া কবুল করবে। এই বলতে বলতেই আর কথা নেই।’

ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.