বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খান ও নূপুর শিখর বিয়ে করলেন খ্রিষ্টান রীতিতে। ১০ জানুয়ারি উদয়পুরে পরিবার, আত্মীয়, বন্ধুদের সামনে বিবাহিত জীবন কাটানোর শপথ বাক্য পাঠ করেই একে অন্যকে চুমুও খেলেন দুজন।
ইরা ও নূপুর শিখরের সেই চুমুর ভাইরাল ভিডিওতে আর চার পাঁচজন সাধারণ বাবাদের মতো আমির খানকে কাঁদতে দেখা যায় ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের দিন ইরা পরেছিলেন একটি সাদা গাউন। সঙ্গে তিনি চুলটাকে ক্লিপ দিয়ে বেঁধে বাকিটা খোলা রেখেছিলেন।
আমির খান এদিন একটি সাদা শার্ট এবং কালো স্যুট পরেছিলেন। একেবারে সামনের সারিতে বসেই মেয়ের বিয়ে দেখেন আমির খান এবং রীনা দত্ত।
অন্যদিকে নতুন বর, নূপুরের পরনে ছিল সাদা রঙের শার্ট এবং ছাই রঙের স্যুট।
বিয়ের পর এদিন যুগলকে একসঙ্গে দেখা যায়। ইরা খান ও নূপুর শিখরে জমিয়ে নাচেন বিয়ে সেরেই। বরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলতে দেখা যায় তাকে।
ইরা ও নূপুর ২০২০ সাল থেকে এক অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করে গত বছর বাগদান সারেন। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আইনি বিয়েও সারেন তারা। তারপর সোজা চলে আসেন উদয়পুর। সেখানেই তাদের সামাজিক বিয়ে।