× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুবলীকে হুমকি দিলেন ইকবাল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ জুন ২০২৪, ১৩:২৪ পিএম । আপডেটঃ ২৯ জুন ২০২৪, ১৩:২৫ পিএম

নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল ও চিত্রনায়িকা শবনম বুবলী।

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নিজের সবশেষ সিনেমায় কাজ করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ‘রিভেঞ্জ’ নামের এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। 

তবে সিনেমা মুক্তির পর থেকেই নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে। যেই দূরত্বের জন্য বুবলীকে দায়ী করেন ইকবাল। তিনি দাবি করেন, সিনেমা মুক্তির পরেও প্রচারণায় আসেননি নায়িকা। নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। 

যে কারণে বুবলীকে নিজের পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইকবাল। তবে বুবলী দাবি করেন, তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন। 

কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন-তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।’

বুবলীর এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল। এবার নায়িকাকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করেছেন তিনি। পাশাপাশি শিল্পী সমিতিতে বুবলীর নামে অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন।   

বুবলীর বক্তব্যের বিরোধীতা করে ইকবাল বলেন, ‘সে (বুবলী) যদি সিনেমা থেকে সরে দাঁড়ায়, তাহলে আমার সাইনিং মানি এবং ৪০ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক। যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে। এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাব।’

ইকবাল আরো বলেন, ‘একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলীকে সেট থেকে বের করে দিয়েছিলাম। বলেছিলাম- তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম- ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে। নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘণ্টা পর এসে বুবলী শুটিং করেছিল।’

বুবলীকে কেন শুটিং সেট থেকে বের করে দেয়া হয়েছিল জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘এটা এখন বলা যাবে না। যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলব।’ 

এর আগে ইকবালকে নিয়ে বুবলী বলেন, ‘যেদিন থেকে দেখেছি, শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করেছেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাঁস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই “রিভেঞ্জ” ও “বিট্রে” সিনেমার শ্যুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.