× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪ শতাধিক কর্মী নিয়ে ‘তুফান’ দেখলেন শাকিব খান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ জুন ২০২৪, ০৬:৪৮ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২৪, ০৬:৪৯ এএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান।

কয়েকদিনের ব্যবধানে আবারও প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘তুফান’ সিনেমা দেখলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার সহশিল্পী কিংবা কলাকুশলীদের নিয়ে নয়, নিজ প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের কর্মী নিয়ে সিনেমা উপভোগ করেছেন তিনি। 

শুক্রবার সন্ধ্যায় দুটি থিয়েটার বুকিং করে চার শতাধিক সদস্য নিয়ে তুফান সিনেমা দেখেছেন এই নায়ক। শাকিবের সঙ্গে প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে সিনেমা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। 

জানা গেছে, আড়ম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্টপোষক ছিল দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি। যেখানে প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাকিব খান ছিলেন প্রধান চমক। 

এই শো সম্পর্কে শাকিব খান বলেন, ‘রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে দেখতে এসেছি। ঈদের আগে থেকে অফিসের সবাই ছবি দেখার দাবি জানিয়েছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কের সকল সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। অবশেষে তাদের সঙ্গে নিয়ে ছবিটি আবারও দেখলাম। সহকর্মীরা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমিও গর্বিত। যেমনটা গর্বিত হয়েছিলাম চারদিন আগে মিডিয়া সহকর্মীদের সঙ্গে ছবিটি দেখার সময়।’ 

এর আগে গত ২৪ জুন শাকিব খান মিরপুর স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ ছবিটি উপভোগ করেন মিডিয়া বন্ধুদের সঙ্গে। যেখানে শিল্পী-সাংবাদিক-প্রযোজক সকলেই উপস্থিত ছিলেন। 

ইতোমধ্যেই ব্লকবাস্টার হিট তকমা অর্জন করেছে ‘তুফান’। আয়ের দিক থেকে পেছনে ফেলেছে অতীতের বেশ কিছু সিনেমাকে। বাংলাদেশের গণ্ডি পেড়িয়ে আরও ৮টি দেশে মুক্তি পেয়েছে এই ছবি।

প্রসঙ্গত, তুফান সিনেমায় শাকিব খান বাদেও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ওপার বাংলার মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.