× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাহসান ও মিথিলা একে অপরকে নিয়ে যা বললেন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১২ জুন ২০২৪, ০৯:৫৩ এএম । আপডেটঃ ১২ জুন ২০২৪, ০৯:৫৭ এএম

তাহসান খান ও মিথিলা। ছবি: সংগৃহীত

চরকির ওয়েব সিরিজ ‘বাজি’র ট্রেলারের শেষ ভাগে মুখোমুখি দেখা গেছে একসময়ের আলোচিত জুটি তাহসান খান ও মিথিলাকে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা দিলেন তাঁরা।

গতকাল মঙ্গলবার রাতে ট্রেলারটি প্রকাশের পর দুজনকে একসঙ্গে দেখে আনন্দিত তাহসান ও মিথিলার অনুরাগীরা।

তাহসান ও মিথিলাকে একসঙ্গে দেখতে মুখিয়ে থাকতেন দর্শকেরা। বহু নাটকে জুটি বাঁধতে দেখা গেছে তাঁদের। পর্দার জুটি থেকে সংসারেও জুটি বেঁধেছিলেন তাঁরা। ২০১৭ সালে বিচ্ছেদের পর এই জুটিকে পর্দায় খুব একটা দেখা যায়নি।

এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বাজি’ সিরিজে ক্রিকেটারের চরিত্রে দেখা দেবেন তাহসান। মিথিলা থাকছেন একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।

গতকাল মঙ্গলবার ঢাকার একটি ক্লাবে সিরিজের ট্রেলার প্রকাশের আয়োজনে হাজির হয়েছিলেন তাঁরা। সেই আয়োজনে আলো কেড়েছেন তাঁরা। সহশিল্পী হিসেবে একজন আরেকজনের প্রশংসা করেছেন।

তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করেছি। যদিও সাত পর্বের সিরিজে একটা দৃশ্যে আমাদের দেখা হবে।’

সিরিজে তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মিম মানতাসা। মিম, অর্ষাসহ আরও শিল্পীদের প্রশংসা করেছেন তাহসান।

দীর্ঘদিন পর তাহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন পর আমরা স্ক্রিন শেয়ার করেছি। শুধু তাহসানের সঙ্গে নয়। মনোজ, অর্ষার সঙ্গে প্রথমবার কাজ করেছি। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করলে তো ভালো লাগে।’

সামনে তাহসানের সঙ্গে জুটি হিসেবে মিথিলাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘ভবিষ্যতের কথা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ, আমি তো খুব কম কাজ করি। এই প্রজেক্টের পর পরের প্রজেক্ট কী, আমি সেটাই জানি না।’

১৬ জুন থেকে চরকিতে দেখা যাবে সাত পর্বের এই সিরিজটি। এতে তাহসান, মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.