× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারকাসন্তান হয়েও বলিউড নিয়ে যে ভয় ছিল অনন্যা পাণ্ডের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ জুন ২০২৪, ২৩:০১ পিএম । আপডেটঃ ০৭ জুন ২০২৪, ২৩:০১ পিএম

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

বলিউডে যখন প্রথম পা রাখেন তখন নানা ভয় ঘিরে ধরেছিল অনন্যা পাণ্ডেকে। ওই সময় তিনি যে রকম, সকলের কাছে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, অহরহ ইতিবাচক বা নেতিবাচক অনুভূতি হয় না। সব ধরনের আবেগ অনুভব করতে হবে আমাদের। আনন্দের ভারসাম্য বজায় রাখতে দুঃখ অনুভবেরও প্রয়োজন।  

শুরুর দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে অনন্যা বলেন,তখন ভয় তো ছিলই। আগামী দিনেও ভয় থাকবে। নিজেকে ওই জায়গায় রাখার চেষ্টা রীতিমতো আতঙ্কের উদ্রেক করেছিল। 

অভিনেত্রী আরও বললেন, আমাকে একজন বলেছিলেন, নিজের প্রকৃত স্বভাব আড়ালে রাখলে হয়তো ১০০ জন মানুষ পছন্দ করবে। কিন্তু আমি যেমন সে রকম ভাবেই হয়তো পাঁচ জন মানুষ গ্রহণ করবে আমাকে। আর সেটাই দীর্ঘ সময়ের জন্য হবে। এটাই আমাকে আনন্দ দেয়। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.