× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভক্তদের সুখবর দিলেন চঞ্চল চৌধুরী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৫:২৭ এএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ০৫:২৭ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। 

সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সৃজিত মুখার্জীর “পদাতিক” ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রীনপ্লে পুরস্কার জিতেছে। অভিনন্দন “পদাতিক” টিমের সবাইকে।’

চঞ্চল চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দর্শকের ভালো হোক অথবা কোনো পুরস্কার হোক সবটাই আনন্দের। তার অভিনীত ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করায়  এ অভিনেতা ভীষণ আনন্দিত।

রামাদিয়া ঘোষ নামে এক ভক্ত সেই পোস্টের কমেন্টে বলেন, ‘অন্তর থেকে বুক ভরা ভালোবাসা ও শুভ কামনা রইল স্যার। আপনি আরো ভালো ভালো কাজ করুন এই কামনা করছি।’

ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তার সহকর্মী ও নির্মাতারাও তাকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে চঞ্চল চৌধুরীর বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনয় এবং অভিনেতার জীবন। ৫ মিনিট আগে “পদাতিক” সিনেমার ডিরেক্টর সৃজিত মুখার্জী একটা পোস্ট দিয়েছেন। নিউইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্ক্রীনপ্লে পুরস্কার জিতেছে, মৃণাল সেনের বায়োপিক-“পদাতিক”।’

বন্ধুকে অভিনন্দন জানিয়ে শাহনাজ খুশি পোস্টের শেষাংশে জানান, ‘পুরস্কার প্রাপ্ত সিনেমাটির মূল চরিত্রের অভিনেতা চঞ্চল আর আমি এখন প্রত্যন্ত গ্রামে, যেখানে পায়ে হেঁটে প্রায় দেড় কিলো যেতে হয়, সেই গ্রামে, পুবাইলে, দাওয়ায় বসে শুটিং করছি । অভিনন্দন বন্ধু, আমরা বার বার গর্বিত হই, আমাদের একজন তুই” আছিস। পদাতিকের প্রথম সম্মাননার জন্য “পদাতিক” টিম কে অভিনন্দন।’

উল্লেখ্য, সৃজিত মুখার্জীর পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এদিকে চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.