× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিনেমায় মান্না পূত্র সিয়াম ইলতিমাস

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০২ জুন ২০২৪, ০৬:৩২ এএম । আপডেটঃ ০২ জুন ২০২৪, ০৬:৩৩ এএম

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নক্ষত্রসম অভিনেতা ছিলেন মান্না। তিনি ছিলেন সব শ্রেণির দর্শকের প্রিয় নায়ক। তার সিনেমা দেখতে সিনেমা হলে দর্শকের লম্বা লাইন লেগে থাকত। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল উন্মাদনা। সেসব আজ অতীত। মান্না পৃথিবীতে নেই। মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। চলচ্চিত্রাঙ্গনে আনাগোনা নেই তার। সামাজিক মাধ্যমেও মাঝে মাঝে দেখা যায়। তবে মান্নার অনুরাগীরা তাকে সিনেমায় চান। সিয়ামের মাঝে খুঁজে পেতে চান মান্নাকে। তাদের জন্য সুখবর। সিনেমায় নাম লেখাচ্ছেন মান্নার ছেলে সিয়াম। 

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’ সিয়াম আরো বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।

সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান, রুপালি পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে অনন্তলোকের পথে পাড়ি জমান মান্না। তার মৃত্যুতে তখন শোকের ছায়া নেমে এসেছিল চলচ্চিত্রাঙ্গনে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার সহকর্মী ও অনুরাগীরা।   

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.