বাংলাদেশে প্রচারিত বিদেশি সিরিয়ালগুলোর মধ্যে জনপ্রিয়তার মাপকাঠিতে এগিয়ে ‘কুরুলুস উসমান’। সিরিজটির মধ্যে যার প্রতি দর্শকের আগ্রহ বেশি তিনি উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান চরিত্রে রূপদানকারী অভিনেতা বুরাক অ্যাজিভিটের প্রতি। নতুন খবর হলো বাংলাদেশে এসেছেন এই অভিনেতা। গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছেছেন অভিনেতা। ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার সময় সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন। হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক।
এদিকে বুরাকের ভক্তের অভাব নেই বাংলাদেশে। প্রিয় তারকার আগমনের খবর শুনে বেশ উত্তেজিত তারা। তবে বুরাকের সঙ্গে চাইলেই দেখা করতে পারবেন না তারা। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন তিনি। বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আগামী ২৬ মে বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরাক।
বুরাক অ্যাজিভিট তুরস্কের অভিনেতা। উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা তার। পাশাপাশি সুলতান সুলেমান সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক। সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান। এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক।