× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হার্ট অ্যাটাকে ‘ডুপ্লিকেট অমিতাভ বচ্চন’র মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ মে ২০২৪, ০০:১১ এএম । আপডেটঃ ২৪ মে ২০২৪, ০০:১১ এএম

অভিনেতা ফিরোজ খান।

অভিনেতা ফিরোজ খান। দেখতে হুবহু বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো। তাকে (ফিরোজ) বিগ বি-র ‘ডুপ্লিকেট’ বলা হতো। গতকাল বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মারা যান তিনি।

শাহেনশাকে কপি করে নাম-খ্যাতি অর্জন করেছিলেন ফিরোজ। অবিকল বিগ বি-র মতো চুল, তার মতো দাড়ি! পোশাক-আশাক থেকে চলন-বলন সবকিছুই অমিতাভ বচ্চনকে নকল করতেন এ অভিনেতা।

অমিতাভের মিমিক্রি করে চর্চায় উঠে আসা ফিরোজ শুধু অমিতাভকে নকল করতেন না, তিনি ছিলেন অমিতাভের অন্ধ ভক্ত। সেই কারণেই হয়ত অমিতাভের সব সিনেমার সংলাপ গড়গড়িয়ে বলে চলতেন। সংলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কুড়াতেন ভক্তদের প্রশংসা।

ইনস্টাগ্রামে তার (ফিরোজ খান) ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন এ ‘ডুপ্লিকেট অমিতাভ বচ্চন’।

দক্ষ মিমিক্রি আর্টিস্ট ছিলেন ফিরোজ। অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদেরও নকল করার জন্য কুড়িয়েছেন দর্শকদের ভালোবাসা। তার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.