× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কান থেকে ভাবনার নতুন ছবির ঘোষণা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ মে ২০২৪, ২৩:৩২ পিএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ২৩:৩৩ পিএম

অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রথমবার গেলেন অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। সেখান থেকে নতুন সুখবর দিলেন তিনি।

মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘জেনুবিয়া’।

এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ। এর আগে তিনি চায়নিজ ‘রিবর্ন’ নামে একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও এটি হতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।

বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় এটি তৈরি হবে বলে জানা গেছে।

তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ব্রিটিশ চায়নিজ প্রযোজক কিয়াও লি।

আগামী তিন মাসের মধ্যে ছবির কাজ শুরু হবে। পুরো ছবির দৃশ্য ধারণ হবে মালয়েশিয়ায়।

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা।

অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথম সবকিছু তুলনাহীন। প্রথমবার কানে এসে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হলাম। অভিনয়শিল্পী হিসেবে এটি পরম পাওয়া। ছবিতে আমার চরিত্রটিও অসাধারণ। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলে সবাই সবই জানবেন।'

ভাবনার কথায়, ‘কানে আসার সময় খুব ভয় পাচ্ছিলাম, একা একা সব করতে পারব কিনা, এই ভেবে। কিন্তু আমার পরিবার, বন্ধু ও আমার খুব কাছের মানুষজন সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। তা আমাকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.