× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধোঁয়াশা রেখে কী বার্তা দিলেন সৌমিতৃষা?

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ মে ২০২৪, ২৩:৫৮ পিএম । আপডেটঃ ১৯ মে ২০২৪, ২৩:৫৯ পিএম

অভিনেত্রী সৌমিতৃষা।

আগামী ১০ জুন সৌমিতৃষার জীবনে ঘটতে যাচ্ছে বড় এক ঘটনা। তার বাড়িতে আসতে চলেছে এক আগন্তুক। একই সঙ্গে মিঠাই রানিও পেতে চলেছে বড় পর্দায় তার দ্বিতীয় ব্রেকটি। যদিও এর চেয়ে বেশি আর কিছু তথ্য শেয়ার করতে আপাতত নারাজ অভিনেত্রী। 

সত্যি কি আর চাপা থাকে?

এদিকে এখনই আর ছোট পর্দায় ফেরার ইচ্ছে নেই সৌমিতৃষার। ক্যারিয়ারে দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন। এই ছবির নামই ১০ জুন। তার বিপরীতে থাকছেন সৌরভ দাস। 

সম্প্রতি সেই ছবির শুটিং শুরু হয়েছে। সেই শুটিংয়েরই বেশ কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে থেকে শেয়ার করেছেন সৌমিতৃষা। একই সঙ্গে সাসপেন্স কিছু জিইয়ে রেখে নায়িকার বক্তব্য, “১০ ই জুন! আপনার বাড়িতে আগন্তুকের আগমন! বাকিটা থাক এখন!”

কয়েকমাস ধরেই জল্পনা চলছিল সৌমিতৃষার পরের প্রোজেক্ট নিয়ে। এর আগে তাঁর ‘প্রধান’ ছবিটিও দর্শকের বেশ পছন্দ হয়েছিল। তবে সেই ছবিতে সৌমিতৃষার স্ক্রিন প্রেজেন্স এত কম কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভক্তরা। 

জানা যাচ্ছে, দ্বিতীয় ছবিটির পুরোটাই আবর্তিত হচ্ছে তাকে ঘিরে। গল্পটিও তাকে ঘিরেই আবর্তিত হয়। এই প্রথম সৌরভ ও সৌমিতৃষাকে জুটি হিসেবে পাচ্ছে দর্শক। নতুন এই জুটি দর্শকের কতটা ভালো লাগে, এখন সেটাই দেখার। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.