× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাল গালিচায় ‘গোলাপী রানি’ উর্বশী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ মে ২০২৪, ০৬:৪৮ এএম । আপডেটঃ ১৬ মে ২০২৪, ০৬:৪৯ এএম

কানের রেড কার্পেটে উর্বশী। সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সমুদ্র পাড়ের শহর কানে  বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব।

গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে ।বিগত বছরের মত এবারের আসরেও আবেদনময়ী লাল গালিচায় ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠার দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র উর্বশী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

তাতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে সেজেছেন উর্বশী। ক্যাপশনে লেখেন, ‘কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।’

প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে প্রশংসা করছেন উর্বশীর ভক্ত-অনুরাগীরা। যশ লেখেন ‘দারুণ প্রিয়।’

একজন লেখেন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়।’

অন্যজন লেখেন, ‘গোলাপী রানি।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

নিউজ১৮ জানিয়েছে, উর্বশী রাউতেলার পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান।

এটি তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউজ।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

বিষয় : উর্বশী

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.