× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশমিকা এবার সালমানের নায়িকা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১০ মে ২০২৪, ০৮:০৬ এএম । আপডেটঃ ১০ মে ২০২৪, ০৮:০৬ এএম

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে শ্রীভল্লি চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

সিনেমার সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এও দেখা যাবে তাকে। দক্ষিণ ভারত থেকে বলিউডেও সীমানা ছড়িয়েছেন তিনি। কাজ করেছেন রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গেও।

ভারতের এই জাতীয় ক্র্যাশ রাশমিকা এবার সালমান খানের নায়িকা হতে যাচ্ছেন।

বলিউড তারকা সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দর’-এ অভিনয় করবেন রাশমিকা। ‘সিকান্দর’ বিষয়ে মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, আগামী বছরের ঈদে ‘সিকান্দর’ হয়ে পর্দায় আসছেন তিনি।

সাজিদ নাদিয়াদৌলা প্রযোজিত এই ছবি পরিচালনা করছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’র পরিচালক এ আর মুরুগাদোস।

তিনি জানিয়েছে, এ ছবিতে রয়েছে নানা রকম চমক।

মুম্বাইয়ের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির চিত্রনাট্য অনুসারে এ ছবির জন্য নতুন জুটি খুঁজছিলেন প্রযোজক। তিনি রাশমিকাকে তার চরিত্রটির বর্ণনা দিয়েছিলেন।

বিস্তারিত জানার পর অভিনেত্রী কাজটি করার ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন। সালমানের সঙ্গে কাজ করা ও এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা একটি লেখা পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘যারা এতদিন আমার আপডেট জানতে চেয়েছেন, তাদের জন্য চমক! নতুন ছবিতে কাজ করছি। এই ছবির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

ভারতে রাশমিকার ভক্তসংখ্যা কম নয়। তেলেগু, কন্নড়, তামিলের পাশাপাশি হিন্দি ভাষার সিনেমায় কাজ করায় সেই সংখ্যা আরও বেড়েছে।

বিশেষত বহুল আলোচিত ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের স্ত্রী গীতাঞ্জলির ভূমিকায়। যদিও হিন্দি ভাষায় সংলাপ বলতে গিয়ে তার দুর্বলতা নিয়ে সমালোচনাও হয়েছে।

কিন্তু এটি বলতেই হবে যে, দক্ষিণ ভারত ছেড়ে বলিউডে নিজের জায়গা এরই মধ্যে পাকা করে নিয়েছেন এই তরুণ তারকা।

‘সিকান্দর’ হতে যাচ্ছে অ্যাকশনে ভরপুর একটি সিনেমা। চলতি বছরের জুন মাসে শুরু হবে ছবির শুটিং। ছবিটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.