× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের ৩ সপ্তাহ পর মুক্তি পাচ্ছে নতুন ২ সিনেমা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৪, ১৩:২০ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৪, ১৩:২০ পিএম

শ্যামাকাব্য ও ডেডবডি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে হলে মুক্তি পায় ঢালিউডের ১১টি সিনেমা। এরপর গত ৩ সপ্তাহ নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। 

ঈদের চতুর্থ সপ্তাহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন সিনেমা 'শ্যামা কাব্য'। এটি গত বছরের নভেম্বরে মুক্তির কথা ছিল। 

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি ২০১৯-২০ সালে সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

একইদিনে মুক্তি পাচ্ছে 'ডেডবডি'। এ সিনেমায় রোশানের বিপরীতে আছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। 

'ডেডবডি' পরিচালনা করেছেন মো. ইকবাল। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও আছেন ওমর সানি, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.