× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রেন্ডিংয়ে এক নম্বর তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৬ এএম । আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৬ এএম

ছবি: সংগৃহীত

ইত্যাদি মানেই ব্যতিক্রম আর নতুনত্ব। হানিফ সংকেতের উপস্থাপনায় প্রচারিত বহুল জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান দর্শকদের কাছে আবেগের নাম। জনপ্রিয়তার নিরিখে বাংলাদেশের বিনোদনজগতে ইত্যাদি একটি মাইলফলক সৃষ্টিকারী অধ্যায়। দর্শকদের ভালোবাসায় টিকে আছে বছরের পর বছর ধরে। 

মূলত চমক আর নতুনত্বে ভরপুর থাকে অনুষ্ঠানটি। সেভাবেই সাজানো হয় অনুষ্ঠানের প্রতিটি সেগমেন্ট। পবিত্র ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম ঘটেনি। বিনোদনজগতের দুই ভুবনের তারকাদের নিয়ে একটি গান পরিবেশন করেছে ইত্যাদি। ‘রঙে রঙে রঙিন হব’ গানটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে অভিষেক হলো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিণেরও।

ইত্যাদিতে গানটি প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে। বিশেষ করে সংগীতশিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক-ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন এই অভিনয়শিল্পী। কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন একজন অভিনয়শিল্পী। আর এই অবাক বনে যাওয়াটাই ফারিণ-তাহসান জুটির গাওয়া গানটির উচ্চতায় ওঠার কারণ। তাই তো নিজের গাওয়া প্রথম গানেই বাজিমাত করেছেন ফারিণ। এই গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

গানটিতে যে মাত হয়েছেন বাংলা ভাষাভাষীরা, সেটি এর ইউটিউব ভিউ দেখলেই বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে ইত্যাদিতে প্রচারিত এই গানটি উঠে এসেছে এক নম্বরে। গত কয়েক দিনে ভিউ প্রায় ৮ মিলিয়ন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেতও। পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে।

হানিফ সংকেত লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া “রঙে রঙে রঙিন হব” গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।’

জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.