× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পঁচাত্তর দিন পেরিয়ে জয়ার ‘ভূতপরী’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৯ এএম । আপডেটঃ ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৯ এএম

জয়া আহসান

জয়া আহসান, জনপ্রিয় এই অভিনেত্রীকে রহস্যধর্মী চরিত্রগুলোতেও খুব সুন্দর মানিয়ে যায়। এই যেমন ‘দেবী’। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাতে কি সহজ-সাবলীল তাঁর অভিনয়, যেন সিনেমা নয়, সত্যি সত্যি পৃথিবীর বুকে নেমে এসেছে জয়ারূপী ‘দেবী’। সেই ‘দেবী’র পর এখনকার ‘ভূতপরী’। 

এবার আর এপার বাংলায় নয়, ওপার বাংলাতে মিষ্টি ভূতের জাদু দেখিয়ে চলেছেন জয়া। পশ্চিমবঙ্গে দারুণ চলছে জয়ার ‘ভূতপরী’।

বাংলার রূপকথার ভূতের মতো করেই সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ ছবিতে ধরা দিয়েছেন জয়া। গল্পটা এমন যে বনলতার সঙ্গে প্রথম সাক্ষাতের সময়ে সূর্য গোল গোল চোখে প্রশ্ন করে, ‘ভূতেরা তো দেখছি মানুষকে ভয় পায়! তা হলে কি এত দিন আমাদের ভুল বোঝানো হয়েছিল?’ এভাবেই শুরু বউয়ের সাজের ‘ভূতপরী’র যাত্রা।

পুরো সিনেমাতেই জয়ার পরনে লাল শাড়ি, গয়না। এই বেশেই গ্রামে ঘুরে বেড়ায় বনলতার আত্মা। সে সবাইকে ভয় দেখায়। সবাইকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না। আবার ক্ষতিও করতে পারে না। কিন্তু কেন? এমন কত প্রশ্নই উসকে দেয় জয়ার ‘ভূতপরী’। সব উত্তর রাখা আছে বড় পর্দায়। পাশাপাশি বাংলার পথঘাট, রূপ, লাবণ্য ফুটে উঠেছে ক্যামেরায়।

সেই ‘ভূতপরী’র ৭৫ দিন পেরিয়ে গেছে। সফল এই যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কেক কেটে করলেন উদ্‌যাপনও। পাশেই ছিল সিনেমার সহযাত্রীরা। জয়ার কেক কাটা এবং খাওয়ার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ডায়েট ভুলে কেক খেতে দেখে মনেই হচ্ছিল, কতটা খুশি অভিনেত্রী।

ভূতপরীর পাশাপাশি বাংলাদেশে মুক্তি পেয়েছে অভিনেত্রীর আরেকটি সিনেমা ‘পেয়ারার সুবাস’। এই ছবিও বেশ প্রশংসিত হয়েছে।

বিষয় : জয়া আহসান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.