× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে বুয়েটের সাবেক শিক্ষার্থী অপি করিম

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৪ এপ্রিল ২০২৪, ০৭:১০ এএম । আপডেটঃ ০৪ এপ্রিল ২০২৪, ০৭:১১ এএম

ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে বুয়েটের সাবেক শিক্ষার্থী অপি করিম।

ছাত্ররাজনীতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নানা মত।

একদল চাইছে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালিয়ে নিতে, আরেক দল ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। এরই মধ্যে বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে নিজের মতামত জানালেন সাবেক বুয়েটিয়ান ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন প্রতিষ্ঠানটির স্থাপত্য বিভাগের সাবেক এই শিক্ষার্থী। একইসঙ্গে ছাত্ররাজনীতি বন্ধের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তিনি।

অপি করিম তার ফেসবুকে লেখেন, বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামনাই হিসেবে আমি বুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।

একইসঙ্গে ওই পোস্টের হ্যাশট্যাগে জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন, ‘নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। এ ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.