× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যানিমেল ছবির তৃপ্তির বিয়ের খবর ছড়িয়ে পড়ল, কি বললেন অভিনেত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ এপ্রিল ২০২৪, ০৬:১৩ এএম । আপডেটঃ ০১ এপ্রিল ২০২৪, ০৬:১৪ এএম

তৃপ্তি ডিমরি। ছবি: সংগৃহীত

সপ্তাহ পেরোনোর আগেই শুরু আরেক বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন। তাপসী পান্নু, অদিতি রাও হায়দারির পর গুঞ্জনটা এবার তৃপ্তি ডিমরিকে নিয়ে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে– শিগগিরই প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তৃপ্তি। 

তৃপ্তি ডিমরি। 

এমনও খবর রটেছে, দ্বিতীয় জীবন শুরু করতেই গোয়ায় ছুটে গেছেন এই প্রেমিক যুগল। সেখানেই চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলার পরিকল্পনা তাদের।

তবে এসব কথা যে নিছক গুঞ্জন– ভারতীয় সংবাদমাধ্যমে তা অকপটে বলে গেছেন তৃপ্তি নিজেই। 

ভারতীয় সিনেমা দর্শকের এই নতুন ক্রাশ এও বলেছেন, ‘আপাতত বিয়ের কোনো প্ল্যান নেই। অভিনয় ক্যারিয়ারেই মন দিতে চাই। আর আমাকে ঘিরে যেসব খবর রটছে, তা মোটেই সঠিক নয়।’ কিন্তু তৃপ্তি যা-ই বলুন, তাঁর এসব কথা নেটিজেনরা সত্যি বলে মানতে একেবারেই নারাজ।

তৃপ্তি ডিমরি। 

‘অ্যানিম্যাল’ সিনেমার ‘ভাবি-টু’খ্যাত এই তারকা অনেক কিছুই গোপন করেছেন বলেও নেটিজেনদের দাবি। কেননা, অনেক রটনার পরও সম্প্রতি স্যামের সঙ্গে আবারও গোয়া সফরে গিয়েছেন তৃপ্তি; যা দেখে নেটিজেনরাও নীরব থাকতে পারেননি। নানা রকম মন্তব্যে ভরিয়ে ফেলছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। তাদের কথায়, প্রেম ও বিয়ের খবরে যখন ছড়িয়ে পড়তে শুরু করে, তখন সব তারকাই সেটাকে ‘গুজব’ কিংবা ‘মিথ্যা গুঞ্জন’ বলে বলে উড়িয়ে দেন। কিন্তু বেশির ভাগ সময় দেখা যায়, সেসব গুঞ্জব ও গুঞ্জনই সত্যি বলে প্রমাণিত হয়। স্যাম-তৃপ্তি যুগলও চাইছেন বিয়ের কাজটি গোপনেই সমাধা করতে। পরে সুযোগ বুঝে ঢাকঢোল পিটিয়ে সুখবরটি সবাইকে জানিয়ে দেবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.