× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের জন্য স্ত্রীর পিটুনিও খেয়েছেন ‘সিরিয়াল কিসার’ ইমরান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৪ মার্চ ২০২৪, ১০:৩৫ এএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৪, ১১:৫৬ এএম

ইমরান হাশমি

আজ ২৪ মার্চ। বলিউডের ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া ইমরান হাশমি ৪৫তম জন্মবার্ষিকী। ‘ফুটপাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। 

এরপর একের পর সিনেমা মুক্তি পেতে থাকে তার। আর এসব সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন ইমরান হাশমি।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাঁকে অন্য রকম পরিচিতি এনে দেয়। তাঁর সাফল্যের ঝুলিতে একে একে এসে যোগ হয় ‘গ্যাংস্টার’, ‘কলিযুগ’, ‘রাজ থ্রি’র মতো ছবিগুলো। 

পাশাপাশি উত্তাল চুম্বনদৃশ্যে অভিনয়ের জন্য ছড়িয়ে পড়ে ইমরানের কুখ্যাতি। তাঁর মতো করে পর্দায় চুম্বনের সাবলীল অভিনয় আর কেউ করতে পারেন না। তবে এ জন্য কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। এমনকি মারও খেতে হয়েছে স্ত্রীর কাছে।

১৯৭৯ সালের ২৪ মার্চ মুম্বাইয়ে জন্ম ইমরানের। তাঁর বাবার নাম আনোয়ার হাশমি, মায়ের নাম মাহিরা হাশমি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সাংহাই’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ইমরান।

১৮ বছরের ক্যারিয়ারে ৪০টি বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তবে ‘মার্ডার’-এর পর তাঁকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। এমন কোনো ছবি নেই, যেখানে তিনি তাঁর নায়িকাকে চুমু খাননি।

এ কারণে অনেকে আবার মজা করে ইমরান হাশমি না বলে ‘ইমরান কিসমি’ নামেও ডাকেন। অবশ্য ২০১১ সালের ছবি ‘ডার্টি পিকচার’-এরপর একটু একটু করে নিজেকে বদলাতে শুরু করে ইমরান

২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাজ থ্রি’ ছবিতে ইমরানের সঙ্গে বিপাশা বসুর ছিল এক দীর্ঘ চুম্বনদৃশ্য । বলিউডে এত দীর্ঘ চুম্বনদৃশ্য আগে কখনো দেখা যায়নি। 

এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, তাঁর স্ত্রী পারভিন সাহসী চুম্বনের এসব দৃশ্য পছন্দ করতেন না। নিজের স্বামী পর্দায় অন্য নারীকে চুমু খাচ্ছে, সেটা মেনে নিতে পারতেন না পারভিন। এসব দৃশ্যে খুবই অসন্তুষ্ট হতেন ইমরানপত্নী।

ইমরান বলেছিলেন, ‘এখন চুম্বনের দৃশ্য দেখলে সে খুব একটা মারে না। আগে তো ব্যাগ দিয়ে পেটাত।’ এ নিয়ে ইমরানের দুঃখও কম নয়। 

তবে নিজের নামের সঙ্গে যুক্ত ‘সিরিয়াল কিসার’ তকমাটি একেবারে খারাপ লাগত না ইমরান হাশমির। 

তিনি বলেন, ‘ওই তকমার জন্য যে কোনো সুবিধা পাইনি, তা নয়। এর কারণেই আমার ছবি হিট করেছে। আসলে এভাবেই একজন অভিনেতাকে একটা ঘরানার মধ্যে ফেলে দেয় দর্শক। তাই না চাইলেও ওই তকমা আমাকে আনন্দ দিয়েছে।’


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.