গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিল ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর বারবার জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার সেই অভিযোগে রোববার (১৭ মার্চ) দিল্লির নয়ডা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গেল বছর নভেম্বর মাসে সাপের বিষ ব্যবহার ও পাচারের অপরাধে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। তার মধ্যে এলভিসের নামও ছিল। রবিবার নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার মণীশ মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘সেক্টর ২০ থানার একটি দল ওঁকে প্রেপ্তার করেছে।’
গত বছর পশুদের জন্য কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে প্রথম বিষয়টি নজরে আসে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্তে নামে।
গত বছর ৩ নভেম্বর পুলিশ নয়ডার একটি ব্যাঙ্কোয়েট হলে হানা দিয়ে ৫ জন অভিযুক্তকে প্রেপ্তার করে। তাদের থেকে ৫টি কেউটে সহ মোট ৯টি সাপ ও ২০ মিলিলিটার বিষ উদ্ধার হয়। উদ্ধার হওয়া বেশ কিছু সাপের বিষগ্রন্থী ও দাঁত ছিল না। যদিও পুলিশ জানিয়েছিল, সেখানে তখন এলভিস ছিলেন না। কিন্তু সাপের বিষ নিয়ে তাঁর সঙ্গে অন্যদের যে যোগাযোগ ছিল, তদন্তে নেমে তা জানতে পারে পুলিশ।