× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩৭ দিন ধরে হাসপাতালে এই অভিনেতা, পরিবারের কেউ দেখতেও আসেননি!

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ মার্চ ২০২৪, ০৬:০০ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৪, ০৬:০১ এএম

ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব অসুস্থ। গত একমাস যাবৎ ভর্তি রয়েছেন কলকাতার ভাঙুর হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা।

পার্থসারথি দেবের অসুস্থতার প্রসঙ্গে অভিনেতা বাপি দাস বলেন, গত এক মাস ধরে তিনিই তাঁর সহকর্মী ও পিতৃস্থানীয় পার্থ সারথি দে’র দেখাশোনা করছেন।

দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় জর্জরিত পার্থসারথি। তাঁর সঙ্গে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া দুটোই ধরা পড়েছে। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। যদিও আগের চেয়ে একটু ভালো আছেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

অভিনেতার চিকিৎসা প্রসঙ্গে বাপি দাস বলেন, ‘এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থদার পাশে কেউ নেই। আর্থিক সাহায্য করছে ফোরাম। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কোনও রকম সাড়া পাইনি। চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে সামান্য ভালো রয়েছেন।লোকজন চিনতে পারছেন। আমি প্রতিদিন সকাল-বিকাল দুই বেলা দেখতে যাচ্ছি।’ 

হিন্দুস্তান টাইমস জানায়, অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও এই মুহূর্তে তাঁর পাশে নেই পরিবারের কেউ। দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন পার্থসারথি। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে।

দীর্ঘদিন ধরেই সম্পর্কে তিক্ততার ফলে আইনি বিচ্ছেদ হয়ে গেছে দুজনের। পার্থসারথির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন বিনীতা। প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর জানালেও বিনীতা বা তাঁর মেয়ে কেউই খোঁজ নেননি।

মঞ্চ-সিনেমা-সিরিয়াল সব জায়গাতেই সমান হারে কাজ চালিয়ে গেছেন পার্থসারথি দেব। পর্দায় কাজ করছেন ৪০ বছর ধরে। মঞ্চে তাঁর অভিনয় আজও সবাইকে মুগ্ধ করে। টিভির পাশাপাশি বড়পর্দাতেও সফল তিনি। ক্যারিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.