বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মানেই চমক। নতুন বছরে দর্শকদের তেমনই এক চমক দিয়েছেন ক্যাটরিনা। তাও আবার ভারতের তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে। সিনেমার নাম ‘মেরি ক্রিসমাস’।
সিনেমার গল্পে দেখা যাবে শুধু একটি রাত। ক্রিসমাসের রাত। এক রাতেই বন্ধুত্ব থেকে প্রেম। কাছাকাছি আসা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতির ছবি ‘মেরি ক্রিসমাস’-এর ট্রেলার। ঝলকেই ইঙ্গিত রয়েছে এ ছবি হতে চলেছে টানটান রহস্যে মোড়া।
সিনেমার ট্রেলারের একদম শুরুতে দেখা যায় দুটো পাত্র, একটিতে ঘুমের ওষুধ গুঁড়ো করা হচ্ছে, আরেকটিতে বাদাম আর কাঁচা লঙ্কা।
ট্রেলারের নেপথ্যে শোনা যায় তিন্নু আনন্দের ভয়েস ওভার। ছবির একটি দৃশ্যে দেখা মেলে সঞ্জয় কাপুরেরও। দেখা যায় ক্যাটরিনা কাইফের একটি মেয়েও আছে।
ট্রেলারের শেষে সিনেমা হল থেকে মেয়েসমেত অভিনেত্রীকে উধাও হয়ে যেতেও দেখা যায়। ‘মেরি ক্রিসমাস’ ছবির ট্রেলার থেকে এটুকু স্পষ্ট, কিছু একটা ঠিক নেই পুরো বিষয়টির মধ্যে।
একদিকে বলিউড ডিভা ক্যাটরিনা, অন্যদিকে তামিল সুপারস্টার বিজয় সেতুপতির অনস্ক্রিন রসায়ন বেশ জমাট হবে বলেই মনে করছেন দর্শক। ‘মেরি ক্রিসমাস’ ছবিটি দুটো ভাষায় আসবে, যেখানে আলাদা আলাদা সাপোর্টিং অভিনেতা দেখা যাবে।