ভারতের বিনোদনজগতে আবার দুঃসংবাদ। সোমবার না ফেরার দেশে চলে গেলেন বলিউডের চলচ্চিত্র প্রযোজক ধীরজলাল শাহ ও তেলুগু সিনেমার জনপ্রিয় পরিচালক সূর্যকিরণ।
চলচ্চিত্র প্রযোজক ধীরজলাল শাহর ভাই হাসমুখ জানিয়েছেন, কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল। তবে একসময় ফুসফুস আক্রান্ত হয়, তৈরি হয় নানা জটিলতা। মৃত্যুর আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২০ দিনে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছিল এবং তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। আইসিইউতে ভর্তি করার পর কিডনি ও হার্টের কাজ করাও বন্ধ করে দেয়। শেষে মাল্টিপল অর্গান ফেইলিওর হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী মঞ্জু, দুই মেয়ে শীতল পুনিত গোয়েল ও স্বপ্না ধীরাজ শাহ, ছেলে জিমিত শাহ এবং পুত্রবধূ পুনম শাহকে রেখে গেলেন।
নব্বইয়ের দশকে একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন প্রযোজক ধীরজলাল শাহ। অক্ষয় কুমারের ‘খিলাড়ি’, অজয় দেবগন অভিনীত ‘বিজয়পথ’, সানি দেওল, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবি রয়েছে তালিকায়।
অন্যদিকে জন্ডিসে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে মারা গেছেন তেলুগু সিনেমার জনপ্রিয় পরিচালক সূর্যকিরণ। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছেন, সোমবার (১১ মার্চ) চেন্নাইয়ের নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। জন্ডিসে আক্রান্ত সূর্যকিরণের চিকিৎসা চলছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রোববার (১০ মার্চ) রাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের বিভিন্ন চেষ্টার পরেও বাঁচাতে পারেননি তাকে।