দীর্ঘ ১২ বছর পর নির্বাচনে ভোট দিলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। একইসঙ্গে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।
শনিবার (৯ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোট দেন প্রখ্যাত এই গায়ক। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোটের বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট করেন।
পোস্টে আসিফ আকবর উল্লেখ করেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। শেষ ভোট দিয়েছিলাম ২০১২ সালের কুসিক নির্বাচনে। প্রথম ভোট দিলাম ইভিএম মেশিনে। কুমিল্লা সিটির কর্পোরেশনের একজন সাধারন নাগরিক আমি, নগরের অভিভাবক নির্বাচনে নিজের দায়িত্ব পালন করলাম। যিনি নির্বাচিত হবেন তাকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি নতুন মেয়র নগরবাসীর আশা আকাঙ্খার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পথিকৃৎ কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন। ভালোবাসা অবিরাম।’
আসিফ আকবরের ওই পোস্টে অনেকেই তাকে ইভিএমে ভোট প্রদানের জন্য সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে পছন্দের প্রার্থী জয়ী হবে এমনটাও প্রত্যাশা করেছেন।