× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সম্মাননা পেলেন আলোকিত ৮ নারী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৮ মার্চ ২০২৪, ০৫:৪১ এএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২৪, ০৫:৪২ এএম

ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে ১০ম বারের মতো অনুষ্ঠিত হলো ‘আরটিভি জয়া আলোকিত নারী সম্মাননা ২০২৪’। গত ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে  সমাজের বিভিন্ন শাখায় যেসকল মহীয়সী নারী দীর্ঘদিন ধরে সফলতার সাথে সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের মধ্য থেকে ৮জন মহীয়সী নারীর হাতে তুলে দেয়া হয় সম্মাননা পদক।

সম্মাননা প্রাপ্তরা হলেন- নারী মুক্তিযোদ্ধা রওশন জাহান সাথী, সঙ্গীত ব্যক্তিত্ব চন্দনা মজুমদার, শিল্প ও সাহিত্যে জান্নাতুল ফেরদৌস, নারী উদ্যোক্তা নাজমুন নাহার রীনা, অনুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, চ্যালেঞ্জিং পেশায় ফাতেমা-তুজ-জোহরা, সমাজসেবায় আলেয়া বেগম, ইনফ্লুয়েন্সার মুনজারিন শহীদ।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘নারীর জাগরণ, ক্ষমতায়ন ও কর্মপরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। আরটিভির এই আয়োজন সেই ধারাবাহিকতাকে আরও বেগবান করবে। সমাজের সর্বস্তর থেকে এভাবে নারীদের অবদানের স্বীকৃতি আসতে থাকলে তার সুফল পরিবার ও সমাজই সবার আগে পাবে।’

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আরটিভি’র ব্যবস্থাপনা পরিচালক  হুমায়ুন কবির বাবলু,এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  কাজী আমিরুল হক, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সায়েফ নাসির, এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান ,জয়া স্যানিটারি ন্যাপকিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা নুসরাত ফারিয়া,  আরটিভির ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা মনোনীতদের হাতে পদক তুলে দেন। এটি  উপস্থাপনায় ছিলেন শ্রাবণ্য তৌহিদা ও ইমতু রাতিশ। 

অনুষ্ঠানের মাঝে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে চিত্রনায়িকা তমা মীর্জা ও আসাদ খানের কোরিওগ্রাফিতে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি দলীয় নৃত্য পরিবেশন করেন। কণ্ঠশিল্পী কণা ও মেহরাবের কণ্ঠে ছিল একটি দ্বৈত সঙ্গীত। বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে ছিল ৮ জন বিশিষ্ট নারী সাহিত্যিকের উপর ক্যারেক্টারকিউ।

আয়োজনটি আরটিভি’র পর্দায় এবং আরটিভির সোস্যাল মিডিয়ায় একযোগে প্রচার করা হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ ৮ মার্চ শুক্রবার বিকাল ৫টায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.