× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আম্বানিপুত্রের বিয়েতে গান শোনাতে কত কোটি নিচ্ছেন রিয়ান্না?

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ মার্চ ২০২৪, ০৯:৩৫ এএম । আপডেটঃ ০১ মার্চ ২০২৪, ০৯:৩৫ এএম

ফাইল ছবি

ছেলের বিয়েতে হলিউড বলিউড সব এক করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি। শাহরুখ রণবীরদের নাচের পাশাপাশি অনুষ্ঠানে গান শোনাবেন হলিউড গায়িকা রিয়ান্না। এরইমধ্যে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত এসেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ শুক্রবার থেকে অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার টিম নিয়ে জামনগরে পৌঁছেছেন রিয়ান্না। বিমানবন্দর থেকে বেরিয়েই আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ় দিয়েছেন। রাধিকা আর অনন্তের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে রিহানা কী গাইবেন, সেই তালিকা প্রকাশ্যে আসেনি। তবে পপ গায়িকার অন্যতম জনপ্রিয় গান ‘ডায়মন্ড’ গাইবেন বলেও শোনা গেছে। 

আম্বানিদের অনুষ্ঠানের নির্দিষ্ট কোনও বাজেট হয় না। তবু রিয়ান্নারা থেকে কত রুপি পারিশ্রমিক নিচ্ছেন, তা নিয়ে কৌতূহলী অনেকেই। সূত্রের খবর, রিয়ান্না প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। 

রিয়ান্নার পারিশ্রমিক সাধারণত এমনই। তবে এক্ষেত্রে খানিক বেশি, কারণ প্রয়োজনীয় কিছু বাদ্যযন্ত্র এবং মঞ্চসজ্জার কিছু গুরুত্বপূর্ণ জিনিস রিয়ান্না নিজে সঙ্গে করে নিয়ে এসেছেন। সেই কারণেই পারিশ্রমিকও বেড়েছে।

আগামী ১২ মার্চ অনন্ত আম্বানি ও রাধিকার বিয়েতে। আজ থেকে শুরু হয়েছে বিবাহপূর্ব অনুষ্ঠানের আয়োজন। এখানেই এক সূত্রে বাঁধা পড়ছেন হলিউড, বলিউড ও দক্ষিণি সিনেমার তারকারা। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.