চণ্ডীগড়ে দেখা, এরপর প্রেম। সেই সম্পর্ক গড়িয়েছে বিয়ে পর্যন্ত। বয়স তাদের পথে বাধা হতে পারেনি। ২০২০ সালে ৮ বছরের ছোট রোহনপ্রীত সিংহকে বিয়ে করেন বলিউডের সংগীত তারকা নেহা কক্বর। কিন্তু গত বছর নেহার জন্মদিন থেকেই ফের চর্চায় দম্পতি।
‘নেহা-রোহনের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে’- এমন শিরোনামে সে সময় ভারতীয় গণমাধ্যমগুলো খবর হয়েছিল। গুঞ্জন ছিল, নেহার নাকি বনিবনা হচ্ছে না ৮ বছরের ছোট স্বামীর সঙ্গে। অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা সাফ জানিয়ে দিয়েছেন, ‘লোকে আমাদের নিয়ে বাজে আলোচনা করেন। যা খুবই দুঃখজনক। আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। আমি তাদের খুব বেশি পাত্তা দেই না। আমাদের গল্পটা কেবল আমার জানা।’
নেহার কথায়, ‘একটা সময় আমি পুরো ধ্যানজ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলাম। তবে এখন কাজে পুরোদমে ফিরেছি। সে দিকে মন রাখতে চাই।
নেহা ভাষ্য, ‘আমার স্বামীকে আমি এখন আমার একটা সময়ের বড় অংশ দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গিয়েছে, তাই ফের কাজেই মনযোগ দিতে চাইছি।’