× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিশার সঙ্গে ডিপজল, নিপুণ বললেন পুরোপুরি গুজব

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম । আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যে শুরু হয়েছে শিল্পীদের মধ্যে প্যানেল গোছানের তোড়জোড়। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল অংশগ্রহণ নিয়ে হচ্ছে চর্চা। এর একটি হচ্ছে মিশা সওদাগর-ডিপজল পরিষদ। অন্য প্যানেলে থাকছেন নিপুণ। তবে তার সঙ্গে কে থাকছেন তা নিয়ে এখনো রয়েছে ধুয়াশা।

তবে গুঞ্জন রয়েছে  এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন নিপুণ। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে অনন্ত জলিল কিংবা মামনুন ইমন থাকতে পারেন।

যদিও এ গুঞ্জনকে সাফ উড়িয়ে দিয়েছেন নিপুণ। বলেছেন, ‌'এটা পুরোপুরিই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচন করব। আর আমার প্যানেলে সভাপতি কে থাকছে সেটা নিয়েও চমক রয়েছে।'

এদিকে সাম্প্রতিক মেয়াদোত্তীর্ণ শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নিপুণ। আর সভাপতি হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু আগামী মেয়াদে সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। ফলে সভাপতির পদের জন্য নতুন করে কাউকে খোঁজতে হচ্ছে নিপুণকে।  এই পদের জন্য ইতোমধ্যে চিত্রনায়ক আলমগীর, মৌসুমী ও অনন্ত জলিলসহ বেশ কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। তবে কে থাকছে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি।

অন্যদিকে  মিশা ও ডিপজল উভয় তাদের প্যানেলের বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন। পাশাপাশি শিগিগিরই ২১ জনের সদস্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও নিশ্চিত করেছেন।

এদিকে এখন চলছে মনোনয় বিক্রি।  চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। ২ এপ্রিল দাখিল। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৪ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ মার্চ। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার ৭ এপ্রিল। একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.