× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যমজ চরিত্রে মাহি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ এএম । আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ এএম

সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। এবার তাঁকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। নাটকের নাম ‘সাত দিনের ফুলি’। জামাল হোসেনের গল্পে এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত। যমজ বোনের গল্পে নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক।

নাটকের গল্পে দেখা যাবে, যমজ বোনের একজন ঘটনাক্রমে এক ধনী পরিবারে বেড়ে ওঠে। অন্যজন তার গরিব বাবা-মায়ের কাছেই থেকে যায়। সময়ের পরিক্রমায় তাদের দু’জনের দেখা হয়। এগিয়ে যায় কাহিনি। সম্প্রতি ঢাকায় এর দৃশ্য ধারণ হয়েছে।

সামিরা খান মাহি বলেন, ‘দর্শক সব সময় গল্পে নতুনত্ব চায়। এ নাটকেও অসাধারণ একটি গল্প রয়েছে। প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং; যেখানে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। গল্প ও চরিত্র মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

এদিকে সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল মাহি অভিনীত ‘বিয়ে করব সিলেটে’ নাটকটি। এতে তাঁর নায়ক নিলয় আলমগীর। নাটকটির দর্শক সাড়ায় বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।

গত ভালোবাসা দিবসে মুহম্মদ মিফতা আনানের পরিচালনায় ‘প্রেমের পাগলামী’, আরমান রহমান প্রত্যয়ের ‘সুতোয় বুনেছি ফুল’, হাসান রেজাউলের ‘রিকভারি ম্যান’, সাইদুল ইমনের ‘লাভ স্টেশন’ নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এগুলোতে মাহির বিপরীতে ছিলেন যথাক্রমে মুশফিক আর ফারহান, শাশ্বত দত্ত, জোভান ও নিলয় আলমগীর। আসছে ঈদের জন্য নির্মিতব্য বেশকিছু একক নাটকেও তাঁকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

বিষয় : মাহি যমজ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.