আজ ১৯ ডিসেম্বর, অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম‘র জন্মদিন। ১৯৮৫ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মজিবুল বারী ও মা আয়েশা আক্তার। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া জেলায় । ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে নাচ শেখেন কবিরুল ইসলাম রতনের কাছে। প্রথম টেলিভিশনে আবির্ভূত হন ১৯৯৫ সালে। তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।
মম ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভের ফলে হুমায়ূন আহমেদ রচিত ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই চলচ্চিত্রে জরি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি নাটকে অভিনয় করা শুরু করেন। তার অভিনীত স্বর্ণমায়া, বিবর, নীড় নাটকগুলো তাকে জনপ্রিয়তা পায়।
মম ২০১০ সালের ৩১ মার্চ চিত্রনাট্যকার এজাজ মুন্নাকে বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ এই দম্পতির একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করে। ২০১৩ সালে মম-মুন্নার বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৫ সালের ২০ নভেম্বর তিনি চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ডিভোর্স হয় ২০২০ সালে।