× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৃত্যুর মুখ থেকে ফিরেছেন রাশমিকা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ এএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম

রাশমিকা মান্দানা। ফাইল ছবি

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সামাজিক মাধ্যমে এ খবর রাশমিকা নিজেই জানিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। একটিতে তার সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা। আরেক ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। এমন ছবিতে রাশমিকা লিখেছেন, 'আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।'

জানা গেছে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশমিকা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পরে আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা।

রাশমিকার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘অ্যানিমেল’। এতে তার বিপরীতে ছিলেন রণবীর। ২০০ কোটি বাজেটের এই সিনেমাটির পরিচালক সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এ ছবিতে তৃপ্তিকে দেখা গেছে দ্বিতীয় নায়িকা হিসেবে।

বিষয় : রাশমিকা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.