× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবার রিয়েলিটি শোতে মমতা ব্যানার্জি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪ পিএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫ পিএম

ফাইল ফটো

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দিদি নং ওয়ান’-এ প্রথমবারের মতো দেখা যাবে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের ২১ তারিখেই তাকে জি বাংলার জনপ্রিয় এই গেম শো-এর শ্যুটিংয়ে যেতে হতে পারে।

গত মাসেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন রচনা ব্যানার্জি। অনেকেই ভেবেও নিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে রচনাকে। তবে দান উল্টে দিয়ে মুখ্যমন্ত্রীকে ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে আসার আমন্ত্রণ দিলেন রচনা।

পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন দিদি মানেই দুজন। একজন মমতা এবং অন্যজন রচনা। এবার দুই দিদিকেই পর্দায় দেখতে পারবেন রাজ্যটির মানুষ। ঘটনাচক্রে দুজনেরই পদবি ব্যানার্জি।

সূত্র জানিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা ব্যানার্জির ‘দিদি নম্বর ওয়ান’ এর সেটে পৌঁছাবেন মমতা ব্যানার্জি। তবে ইনডোর কোনো স্টুডিও নয়, ওইদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ান-এর সেটে দেখা যাবে বাংলার দুই দিদির।

প্রথমবার মুখ্যমন্ত্রী রিয়েলিটি শো-এর আসরে। সেজন্য তার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ১৮ তারিখ মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.