ভালোবাসা দিবস উপলক্ষে ‘লাভ স্টোরিজ’ নামে অ্যান্থোলজি ওয়েব সিনেমা নিয়ে এসেছে বঙ্গ বিডি। এতে থাকছে চার নির্মাতার চারটি গল্প। সেগুলো হলো গিয়াস উদ্দিন সেলিমের ‘গাঁইয়া’, মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’, ভিকি জাহেদের ‘এক্সট্রা’ ও কাজল আরেফিন অমির‘দুঃখিত’।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বিঞ্জে আগামীকাল মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ‘আরারাত’। এতে মেহজাবীনের বিপরীতে রয়েছেন শ্যামল মাওলা। গত ডিসেম্বরে ঘোড়াশাল, নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকায় শুটিং হয় সিরিজটির।
দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’। এটি বানিয়েছেন সৈয়দ শাকিল। আহসান হাবিবের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর বিপরীতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। আরও আছেন ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভূঁইয়া প্রমুখ। ভালোবাসা দিবস উপলক্ষে চলতি মাসেই এটি মুক্তি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভালোবাসার মাসে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ওয়েব ফিল্ম প্রকাশ করতে যাচ্ছে চরকি। শিহাব শাহীনের পরিচালনায় ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। জানা গেছে, লং ডিসট্যান্স সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। ভালোবাসার দিন ছবিটি মুক্তির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।