পরপর দুই দিন সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলা থেকে দুয়োধ্বনি দিয়ে ভাইরাল দম্পতি তিশা-মুশতাক বের করে দেওয়া হয়। বিষয়টি ভালো চোখে দেখছেন না অনেকে। সেইসঙ্গে পক্ষেও মত প্রকাশ করেছেন একাংশ। এবার মুশতাক-তিশাকে নিয়ে মুখ খুললেন জায়েদ খান। সেইউসঙ্গে জানানেল, তাকেও বই বের করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
জায়েদ খান বলেন, ‘শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।’
এরপর তিনি বলেন, ‘আমার পেছনে দুটা প্রকাশনী লেগে ছিল। তারা আমার বই বের করতে চায়। কিন্তু তারা আমি স্পষ্ট না করে দিয়েছি।’
অভিনেতা বলেন, ‘তারা আমার বই কেন বের করবে? আমি কি লেখক? আমি অভিনেতা, অভিনয় নিয়ে আমার কাজ। আমাকে কেন বই বের করতে হবে। কেন আমি তাদের ফাঁদে পা দেব। আজ যে খন্দকার মুশতাক কিংবা তিশা দম্পতির কথা বলছেন। তাদেরকে লেখক বানানো হয়েছে। খোঁজ নিয়ে লেখার কথা তারা ভাবেই না।’