ভালোবাসা দিবস নিয়ে চর্চার শেষ নেই। তারকারা কীভাবে ভালোবাসা দিবস উদ্যাপন করেন, প্রিয় মানুষকে কী উপহার দেন, তা নিয়েও যেন ভক্তদের শেষ নেই। সেটা যদি হয় হিন্দি সিনেমার অন্যতম রোমান্টিক তারকা শাহরুখ খান, তাহলে তো কথাই নেই।
স্ত্রী গৌরী খানকে ভালোবাসা দিবসে কী উপহার দিয়েছিলেন শাহরুখ? কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নটির উত্তর দিয়েছেন শাহরুখ নিজেই।
বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিনেতা শাহরুখ খান ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। ১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। বিয়ের তিন দশক পেরিয়ে গেলেও এ জুটি নিয়ে চর্চার শেষ নেই।
বিয়ের আগেও চুটিয়ে প্রেম করেছিলেন শাহরুখ-গৌরী জুটি। গত বছর শাহরুখের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ‘আসক এসআরকে সেশন’-এ অভিনেতাকে প্রশ্ন করে একজন ভক্ত লিখেছিলেন, ‘আপনাদের প্রথম ভ্যালেন্টাইনস ডেতে গৌরী ম্যামকে কী উপহার দিয়েছিলেন?’
উত্তরে শাহরুখ বলেছিলেন, আমি যদি ভুল না করি, তাকে এক জোড়া গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম মনে হয়।’ শাহরুখ কোনো ভালোবাসা দিবসই গৌরীকে ছাড়া কাটাতে চান না।
২০২০ সালেও ভালোবাসা দিবসে গৌরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ৩৬ বছর হয়ে গেল। এখন বোধ হয় ভ্যালেন্টাইনস ডেও তোমাকে জিজ্ঞেস করে আসে। সব বিধিনিষেধের ঊর্ধ্বে গিয়েও তোমার জন্য জানাই ভালোবাসা।
কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে শাহরুখ খানের প্রথম প্রেম কে জানতে চেয়েছিলেন এক দর্শক। উত্তরে শাহরুখ বলেন, ‘আমার প্রথম প্রেম গৌরী। সে তখন ১৪ আর আমি ১৮। দিল্লিতে এক পার্টিতে আমাদের দেখা হয়েছিল। সে–ই প্রথম মেয়ে যে আমার সঙ্গে তিন সেকেন্ডের বেশি কথা বলেছিল। আমি তাকে দেখে উৎসাহ পাই। তখনই মনে হয়েছিল, আমাকে শুধু এই মেয়ের সঙ্গেই জীবন কাটাতে হবে।’