× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটে ব্যর্থ হয়ে সংরক্ষিত আসন চাইছেন মাহি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১ এএম । আপডেটঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ এএম

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগ্রহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে ভোটের মাঠে হেরে এমপি হতে পারেননি তিনি। এবার সেই লক্ষ্য পূরণে কিনেছেন সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম।

গতকাল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে তার এক প্রতিনিধি। ফরম সংগ্রহ করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে গো-হারা হারেন তিনি।

এদিকে মাহি ছাড়াও সংরক্ষিত আসনে মনোনয়ন কিনেছেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। অপু বিশ্বাস, নিপুণ আক্তার, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন , রোকেয়া প্রাচী, ঊর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে রয়েছেন এ তালিকায়। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.