× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্র্যামি জিতলেন ওস্তাদ জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, রাকেশ চৌরাসিয়া

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ এএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ এএম

গ্র্যামি হাতে ব্যান্ডদল শক্তি। ছবি: সংগৃহীত

সঙ্গীতাঙ্গনে মর্যাদাপূর্ণ পুরস্কার 'গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪' এ বাজিমাত করেছেন ভারতীয় চার শিল্পী। তারা হলেন— তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন, বংশীবাদক রাকেশ চৌরাসিয়া, কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেব ও বেহালাবাদক গণেশ রাজাগোপালন।

চলতি বছর ভারতীয় ব্যান্ড 'শক্তি'র গানের অ্যালবাম 'দিস মোমেন্ট' সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে গ্র্যামি জিতেছে। 'শক্তি' ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন, গিটারে জন ম্যাকলফলিন, তবলা বাদক হিসাবে রয়েছেন জাকির হুসেন, বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।

২০২৩ সালের ৩০ জুন 'দিস মোমেন্ট' অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে।

এক্সে (টুইটার) পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, শঙ্কর মহাদেবন ও গণেশ রাজাগোপালন গ্র্যামির মঞ্চে পুরস্কার গ্রহণ করছেন।

এর বাইরে 'পশতু' গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন ওস্তাদ জাকির হুসেন। এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.