× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তর জানা নেই তামান্না-বিজয়ের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ এএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ এএম

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন আগে প্রেমের গুঞ্জনের সমাপ্তি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া– এমন খবর রটেছিল । এও শোনা গেছে, বিয়ে নিয়ে তাদের দুই পরিবারের সদস্যদের মধ্যে কথাবার্তা হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কিন্তু মাঝে অনেক দিন পেরিয়ে গেলেও বিয়ের খবরটা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।

এ নিয়ে যখন কেউ প্রশ্ন করছেন, তখনই নিরুত্তর থেকে গেছেন বিজয় ও তামান্না। তাহলে বিয়ের পিঁড়িতে বসছেন কবে? এ প্রশ্নের উত্তর জানা নেই তাদের।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বিজয় বর্মা বলেছেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬ থেকে ১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই আগ্রহ দেখাচ্ছেন। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। কারণ, আমি বিয়ের বয়স পার করে ফেলেছি। তাই বিয়ে কবে হবে না হবে, তা সময়ের হাতে ছেড়ে দিতে হয়েছে।’

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একই রকম চাপে রয়েছেন তামান্নাও। কিছুদিন আগেই ৩৩-এ পা দিয়েছেন অভিনেত্রী। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য উঠেপড়ে লেগেছেন তাঁর বাড়ির লোকজন। কিন্তু বাড়ির চাপে পড়ে বিয়ে করেই ফেলবেন, নাকি আরও কিছুদিন চুটিয়ে প্রেম করবেন– তা নিয়ে মুখ খোলেননি তামান্না। তাই বিয়ের বিষয়টি এখনও সবার কাছে ধোঁয়াশাই থেকে গেছে।

‘লাস্ট স্টোরিজ-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় একে অন্যের কাছাকাছি আসেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। এরপর ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠানে এ দুই তারকা একসঙ্গে যোগ দিয়েছিলেন।

অনুষ্ঠান শেষে তারা একে অন্যের হাত ধরে গাড়িতে উঠেছিলেন। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। 



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.