× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনপ্রিয় অভিনেত্রী থেকে সন্ন্যাসিনী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭ পিএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭ পিএম

বরখা মদনকোলাজ

বরখা মদনকোলাজ, ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় আংশগ্রহনের মাধ্যমে মিডিয়ায় পর্দাপন শুরু।। পরে নাম লেখান অভিনয়ে। প্রথম সিনেমা করেন অক্ষয় কুমারের সঙ্গে। অনেকেই মনে করেছিলেন তিনি হবেন, হিন্দি সিনেমার বড় তারকা। কিন্তু নানা বাঁকবদলে অভিনয় থেকে সরে গেছেন, পরে তো পাকাপাকিভাবে অভিনয় ছেড়ে সন্ন্যাসি বনে গেছেন। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে।

এই অভিনেত্রী আর কেউ নন বরখা মদন। ১৯৭৪ সালে পাঞ্জাবে জন্ম নেওয়া বরখা অভিনয় করেছেন হিন্দি ও পাঞ্জাবি সিনেমায়। প্রযোজনা করেছেন বেশ কয়েকটি সিনেমাও।

শুরুটা হয়েছিল বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা থেকে। এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরেই নজর কাড়েন প্রযোজকদের। ১৯৯৬ সালে অক্ষয় কুমারের সঙ্গে হিন্দি সিনেমা ‘খিলাড়িও কা খিলাড়ি’ দিয়ে অভিষেক হয়। 

সিনেমায় বরখার অভিনয় প্রশংসিত হয় এবং আবেদনময়ী লুকের জন্য আলোচনায় আসেন।

পরে বরখাকে দেখা যায় ভারত-নেদারল্যান্ডসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ড্রাইভিং মিস পালমেন’-এ। ২০০৩ সালে রাম গোপাল ভার্মার ‘ভূত’ দিয়ে তাঁর ক্যারিয়ার নতুন গতি পায়। কারণ, ছবিটি মুক্তির পরই হিট হয়। ছবিটিতে ভূতের চরিত্রে দেখা যায় বরখাকে।

পরে বরখা নিজের প্রযোজনা সংস্থা খোলেন। মূলত মূল ধারার বাণিজ্যিক সিনেমার বাইরে স্বাধীন ধারার নির্মাতাদের পাশে থাকতেই নিজে প্রযোজনা শুরু করেন বরখা। তাঁর প্রযোজিত ‘সোচ লো’ ও ‘সারখাব’ প্রশংসিত হয়।

সিনেমা ছাড়া টিভি সিরিয়ালেও দেখা গেছে বরখাকে। ক্যারিয়ারে ২০টির মতো টিভি সিরিয়াল করেছেন তিনি।

২০১২ সালে নিজের প্রযোজিত ‘সারখাব’ সিনেমায় সর্বশেষ দেখা যায় বরখাকে। এ সময়েই তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, দালাই লামার একনিষ্ঠ ভক্ত বনে যান।

২০১২ সালেই পুরোপুরি অভিনয় ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসিনীর জীবন যাপন করছেন বরখা মদন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিতই তাঁর ‘নতুন জীবন’-এর ছবি ও ভিডিও পোস্ট করেন।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.