× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অমিতাভ পত্নী দুই সন্তানের মধ্যে কাকে বেশি ভালোবাসেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ এএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ এএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নন্দা ইউটিউব চ্যানেলে সস্প্রতি একটি ভিডিও পডকাস্ট করেন। সেখানে অতিথি হিসেবে থাকেন তার মা শ্বেতা নন্দা ওনানি অভিনেত্রী জয়া বচ্চন। নানা ধরনের বিষয় নিয়ে এই শো-তে কথা হয়। মূলত মেয়েদের জীবনের নানান প্রতিকূলতা নিয়েই কথা হয় বেশি।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২ ফেব্রুয়ারি) নাতনি নব্যা নভেলি নন্দার শোয়ে এসেছিলেন জয়া বচ্চন। জয়ার সঙ্গে এসেছিলেন তার একমাত্র মেয়ে শ্বেতা বচ্চনও।

এসময় জয়া এবং শ্বেতা নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনজন নারী, যারা তিনটে আলাদা যুগ থেকে এসেছেন, তাদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে  জীবনের অর্থ কীভাবে বদলেছে,  এটাই ছিল এই পডকাস্টের আসল বিষয়। 

মা ও নানির সাক্ষাৎকার একসঙ্গে নিতে পেরে খুশিতে বেশ প্রাণোবন্ত লাগছিল নন্দাকে। কিন্তু শোয়ে জয়া কথা চালিয়ে গেলেও শ্বেতা একটু কমই কথাই বলছিলেন।

মায়ের এমন অবস্থা দেখে মেয়ে শ্বেতা তার কারণ জানতে চাইলে শ্বেতা একটু হেসেই বলেন, তোমাদের (জয়া ও নন্দার) কথা বলার বিষয়ে আমি একটু কমই জানি। তাই আমাকে এ বিষয়ে সবাই মুর্খ ভাবার চেয়ে ভালো চুপ থাকা।

এমন সময় শ্বেতার আত্মবিশ্বাসের অভাব দেখে জয়া বলেন, শ্বেতা খুবই বুদ্ধিমতী, ওর মতামতের গুরুত্ব রয়েছে।

 জয়া আরও বলেন, আমি শ্বেতার থেকে যতটা শক্তি পাই, ততটা অভিষেকের থেকে পাই না। শ্বেতাই আমার শক্তি, শ্বেতাই আমার সব।

 জয়ার মুখ ফসকে বলা এমন মন্তব্যে নেটিজেনদের বুঝতে আর বাকি নেই, ছেলে অভিষেক নয়, বরং জয়ার কাছে মেয়ে শ্বেতাই সব। আর এ কারণেই বচ্চন পরিবারে দীর্ঘদিন ধরে চলছে ভাঙনের সুর।

 ছেলেকে অবহেলা করায় ভাঙনের আঁচ এসেছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সম্পর্কেও। তবে তাতে কিছুই যায় আসে না অমিতাভ পত্নী জয়ার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.