অভিনেতা জিতু নিজের কাজে ব্যস্ত থাকেন সবসময় । এবার নতুন কাজের খবর জানালেন তিনি। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জিতু।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন জিতু কামাল। পোস্টে অভিনেতা লিখেছেন, ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। গল্প দুলাল দে-র। পরিচালনার দায়িত্বেও থাকছেন তিনি।
ছবিতে জিতুর জামাইবাবুর চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।
শোনা যাচ্ছে, গোয়েন্দা নির্ভর গল্পেই তৈরি হচ্ছে এই ছবি। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। মিথিলার সঙ্গে জিতুকে একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখে অন্তর্জালেও হইচইয়ের সৃষ্টি হয়েছে। ভক্তরাও এই জুটিকে শুভকামনা জানিয়েছে।