× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর

স্টাফ রিপোর্টার

১১ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ এএম । আপডেটঃ ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

বলিউডের অন্যতম উজ্জ্বল তারকা রণবীর কাপুর, 1982 সালে 28 সেপ্টেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন।অভিনেতা প্রতিটি চরিত্রে বারবার তার বহুমুখিতা প্রমাণ করেছেন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-তে মজাদার কবির থাপ্পাদ হোক বা রকস্টারের হৃদয়বিদারক সংগীতশিল্পী, শুধুমাত্র রণবীরই এমন গভীরতা এবং বৈচিত্র্য আনতে পারেন যা তার ভক্তদের জন্য বিশেষ।যিনি হিন্দি ভাষার চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত।‘অ্যানিমেল’ দিয়ে রণবীর কাপুর এখন বক্স অফিস কাঁপাচ্ছেন। আগের বছর মুক্তি পেয়েছিল অভিনেতার ‘ব্রহ্মাস্ত্রপার্ট ১’- শিবা একটি ২০২২ সালের ভারতীয় হিন্দি -ভাষার ফ্যান্টাসি অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র।এ সিনেমার শেষ দৃশ্যে অমৃতার চরিত্রে দীপিকাকে দেখা গিয়েছিল।ব্রহ্মাস্ত্র’— বলিউড হাঙ্গামার রিপোর্ট জানাচ্ছে বলিউডের ইতিহাসে এর থেকে বেশি পয়সা আর কোনও ছবির জন্য খরচ হয়নি। ‘লাল সিং চাড্ডা’, ‘আর’-এর খরচ এ ছবির কাছে নেহাতই নিঃস্ব। ছবিটি তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে এযাবৎ?দেব হিসেবে কাকে দেখা যাবে– রণবীর কাপুর নাকি রণবীর সিংকে? এ প্রশ্ন উঠে এসেছিল। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। 

সূত্র জানাচ্ছে, প্রচারের অংশ বাদ দিয়েও এ ছবি বানাতেই খরচ হয়েছে ৪১০ কোটি টাকা। এত টাকা দিয়ে ভারতীয় ছবির তৈরি হয়েছে ইতিহাসে এ নজিরবিহীন। বক্স অফিসের হিসাব বলছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো হাজারকোটির ক্লাবে ঢুকে পড়বে ছবিটি। অন্যদিকে এ ছবি নিয়ে জুটেছে নিন্দাও। টক্সিক পৌরুষ ও অত্যধিক হিংসা প্রদর্শনের অভিযোগে বিদ্ধ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়েছে ছবিটি নিয়ে। অনেকের মতে, যতই সাফল্য পাক ছবিটি, মানতে হবে এখানে টক্সিক পৌরুষকে সেলিব্রেট করা হয়েছে। নারীকে ছোট করে দেখানো হয়েছে। অকারণে মাত্রাছাড়া হিংসার প্রদর্শন করা হয়েছে। সিনেমাটি অনেকের পছন্দ না হলেও রণবীরের অভিনয় নিয়ে সবাই বেশ প্রশংসা করেছেন। ফলে স্বাভাবিকভাবেই খুশি রণবীর। ছবির লুক ফাইনাল করে ফেলেছেন পরিচালক।দুই রণবীরকে নিয়ে টুকটাক শুটিংও শেষ করেছেন। পরিচালক অয়ন এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে আলিয়া জানিয়েছিলেন, ছবিতে যারা কাজ করেছেন তারা ছাড়া আর কেউ এ বিষয়ে জানেন না। পরিচালক অয়ন মুখোপাধ্যায় এখন ‘ওয়ার ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত। রণবীর সিংও ‘বাইজু বাওরা’র শুটিংয়ে, এরপরই করবেন ‘ডন ৩’।‘ব্রহ্মাস্ত্র-পার্ট ২’-এর শুটিং হবে ২০২৫ সালের শুরুর দিকে।   



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.