× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্ন অভিনেত্রী জেসি জেনের রহস্যজনক মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ এএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ এএম

জেসি জেন

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জেসি জেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওকলার মুরে মুর পুলিশ বিভাগের লেফটেন্যান্ট ফ্রান্সিসকো ফ্রাঙ্কো জানিয়েছেন, মাদকের ওভারডোজের কারণ হিসেবে মৃত্যু হতে পারে অভিনেত্রী জেসি জেনের। সেখানে আরও একজনের মরদেহ পাওয়া গেছে। তাদের মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে।

স্বর্ণকেশী চুল, ধনুকের মতো বাঁকানো ভ্রু ও প্রাণবন্ত ব্যক্তিত্বের এ অভিনেত্রী বিংশ শতকের শুরুর দিকে পর্নোগ্রাফিকে ইন্টারনেট শিল্পতে রূপান্তর করেছিলেন। এরপর অবশ্য কিছু মূলধারারও কাজ করেছেন।

এদিকে, ফক্স নাইনের প্রতিবেদন বলছে, জেসি জেন পর্নোগ্রাফি সিনেমার ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস’-এ অভিনয় করেছিলেন। যেটিকে উইডলিকে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল পর্নোগ্রাফি সিনেমা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়া ২০০৪ সালের ‘স্টারস্কি অ্যান্ড হাচ’-এর রিমেকে এইচবিও সিরিজ ‘এনটুরেজ’-এর একটি পর্বে অতিথি শিল্পী ছিলেন জেসি জেন। আবার ‘বেওয়াচ: হাওয়াইয়ান ওয়েডিং’-এ একটি ক্যামিও দৃশ্যেও দেখা গিয়েছিল তাকে।

পাবলিক রেকর্ড অনুসারে, ১৯৮০ সালের ১৬ জুলাই সিনথিয়া অ্যান হাওয়েল হিসেবে টেক্সাসের ফোর্ট ওয়ার্থ শহরে জন্মগ্রহণ করেছিলেন জেসি জেন। তার মা-বাবা ওকলাহোমা শহরে বসতি স্থাপন করছিলেন। তারা টিঙ্কার এয়ার ফোর্স বেজে কাজ করতেন। ২০০৬ সালের এক সাক্ষাৎকারে জেসি জেন সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন মিসেস জেন। যিনি কিনা ১৯৯৮ সালে মুর উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.