× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে চরিত্রে দেখা যাবে মোশাররফকে,চার ভাষায় ‘খালাস’

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ এএম । আপডেটঃ ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ এএম

এই অভিনয়শিল্পী। ‘খালাস’ নামের এই সিরিজের গল্প এগিয়েছে পদ্মা নদীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা ঘটনা নিয়ে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম।ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার জানা গেল, এর মধ্যে নতুন আরেকটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনয়শিল্পী।রহস্যময় এক মানুষ এই শাহজালাল, গল্পে দেখা যাবে ।বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে দ্বন্দ্ব চলে, সেখানে শাহজালাল প্রধান হয়ে উঠতে থাকেন।টানা ৫৪ দিন শুটিং হয়েছে কুমিল্লা, দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর, চট্টগ্রাম ও মোংলা লোকেশনে। সিরিজটি বাংলার পাশাপাশি হিন্দি, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।’সিরিজটি কবে মুক্তি পাবে, জানতে চাইলে পরিচালক জানালেন, পোস্ট–প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে।আগামী বছরের মার্চে এটি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। ‘খালাস’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.