এই অভিনয়শিল্পী। ‘খালাস’ নামের এই সিরিজের গল্প এগিয়েছে পদ্মা নদীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা ঘটনা নিয়ে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম।ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার জানা গেল, এর মধ্যে নতুন আরেকটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনয়শিল্পী।রহস্যময় এক মানুষ এই শাহজালাল, গল্পে দেখা যাবে ।বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে দ্বন্দ্ব চলে, সেখানে শাহজালাল প্রধান হয়ে উঠতে থাকেন।টানা ৫৪ দিন শুটিং হয়েছে কুমিল্লা, দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর, চট্টগ্রাম ও মোংলা লোকেশনে। সিরিজটি বাংলার পাশাপাশি হিন্দি, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।’সিরিজটি কবে মুক্তি পাবে, জানতে চাইলে পরিচালক জানালেন, পোস্ট–প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে।আগামী বছরের মার্চে এটি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। ‘খালাস’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার।