× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাইরেসির কবলে মোশাররফের ‘হুব্বা’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৩২ এএম

‘হুব্বা’ সিনেমার একটি দৃশ্যে মোশাররফ করিম

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে গত শুক্রবার মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে সিনেমাটি। 

প্রধান চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তারকা অভিনেতা মোশাররফ করিম। তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন সমালোচকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে।

দেশের পাশাপাশি ভারতের সিনেমা হলেও এটি হাউসফুল যাচ্ছে। তবে এত কিছুর পরও একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সিনেমাটি। 

কারণ, পাইরেসির কবলে পড়েছে ‘হুব্বা’। বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড কপি। ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে সিনেমাটির এইচডি লিঙ্ক নিয়ে নানা পোস্ট।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশ ও ভারতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশকিছু সাইট থেকে এটি নামানো হয়েছে। আশা করি, দ্রুতই সব জায়গা থেকে পাইরেটেড কপি নামানো হবে। আমাদের টিম কাজ করছে।’

প্রসঙ্গত, সিনেমাটি দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কলকাতায় এটি মোশাররফ করিমের দ্বিতীয় ছবি; যেখানে অভিনেতাকে দেখা গেছে গ্যাংস্টার চরিত্রে। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.