× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় এসে তাপসের সঙ্গে গান গাইলেন স্বস্তিকা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জানুয়ারি ২০২৪, ০৪:৪৫ এএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ এএম

ঢাকায় এসে আড্ডায় মেতেছেন স্বস্তিকা

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে গতকাল বিকেলে পর্দা উঠেছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

মূলত এই অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন পশ্চিমমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

ঢাকায় নেমে ২০ জানুয়ারি গানবাংলার প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে আড্ডা দেন তিনি। তাপসের ফেসবুক টাইমলাইনেও ধরা পড়লো তাদের আড্ডার একটু মুহূর্ত।

আড্ডায় তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন স্বস্তিকা। আড্ডা দিলেন গভীর রাত অব্দি। স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, 'না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না' গানটি। যারা জানেন না স্বস্তিকা গাইতেও জানেন তাদের জন্য রহস্যই থাকুক।

জানা গেছে, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।

এদিকে, এমন সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারশি শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির।

যৌথ কথার মালায় তাপসের সুরে গানটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.