× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন জগতে শাকিব, লাখ মানুষের কর্মসংস্থানের প্রত্যাশা

২০ জানুয়ারি ২০২৪, ০৬:০০ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৪, ০৬:০১ এএম

ঢালিউড তারকা শাকিব খান। তিনি জানালেন, এত বছর আমাকে যে রূপে, যে পরিচয়ে দেখেছেন আজ থেকে আমার আরেকটি পরিচয় হয়েছে, ব্যবসায়ী হিসেবে। অবশ্য আজ না, ব্যাপারটা ঘটেছে অনেক দিন আগে। আজ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হলো।’

 শাকিব খান ভারতে ‘দরদ’ ছবির শুটিং শেষে ব্যস্ত হন ‘রাজকুমার’ নিয়ে। এর মধ্যে ‘তুফান’ ছবিটির প্রিপ্রোডাকশনে সময় দিচ্ছেন তিনি। আজ শনিবার বিকেলে আবার উড়াল দেবেন ভারতের হায়দরাবাদে। সেখানে ‘রাজকুমার’ ছবির অবশিষ্ট অংশের শুটিংয়ে অংশ নেবেন। ঠিক তার আগমুহূর্তে একেবারে ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। এবার ব্যবসায় নেমেছেন তিনি।

‘রিমার্ক ও হারল্যান’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব, একইসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও মালিক হিসেবে। তবে এ প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা দেশের নামি কোম্পানি ওয়ালটন।

শাকিবের প্রত্যাশা, ওয়ালটনের মতো রিমার্ক ও হারল্যান কোম্পানিও কয়েক বছরের মধ্যে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব বলেন, ‘এর আগে আমি ব্যবসা আমি করেছি সিনেমাকেন্দ্রিক। প্রযোজনা, পরিবেশনা করেছি। তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। আপনারা যেমন ভালোবেসে আমাকে নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি।’

জানা গেছে, শাকিবের এই প্রতিষ্ঠান থেকে স্কিন কেয়ার, প্রসাধনী, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। এসব পণ্য যেন দেশ ছাড়িয়ে ইউরোপ-আমেরিকাতেও পৌঁছে যায়, সেই লক্ষ্যেই কাজ করছেন শাকিব ও সংশ্লিষ্টরা।

রিমার্ক ও হারল্যানের চেয়ারম্যান হিসেবে আছেন এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)। উদ্বোধনী অনুষ্ঠানে শাকিবের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.